ভোলার মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ শাড়ি, চাদর ও লেহেঙ্গা উদ্ধার করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার জব্দকৃত শাড়ি পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের কর্মকর্তা লে. ওয়াসিম আকি।
তিনি জানান, গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার মেঘনা নদীতে অভিযান চালায় কোস্ট গার্ড। এসময় তারা একটি ট্রলার থেকে প্রায় ২৬ হাজার পিস শাড়ি, লেহেঙ্গা ও চাদর উদ্ধার করে।
উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানান তিনি।